করোনা আতঙ্ক: অনিশ্চয়তায় আই পি এল-এর ভবিষ্যৎ, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি ছাড়া হল সংগঠকদের উপরেই
Continues below advertisement
করোনা আতঙ্ক: অনিশ্চয়তায় আই পি এল-এর ভবিষ্যত, সংগঠকদের উপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ বিদেশমন্ত্রকের | করোনা-আতঙ্কের জেরে ১৫ এপ্রিল পর্যন্ত সমস্ত টুরিস্ট ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেক্ষেত্রে আইপিএলে বিদেশি ক্রিকেটারেরা খেলতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রের নির্দেশিকা আমরা পেয়েছি। বিদেশি ক্রিকেটারদের ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যেই এদেশে খেলতে এসেছে দক্ষিণ আফ্রিকা। আইপিএল পর্যন্ত তাদের রেখে দেওয়ার চেষ্টা করছে ফ্র্যাঞ্চাইজগুলি, জানিয়েছে বোর্ডের একটি সূত্র। এদিকে, আইপিএল বাতিলের দাবিতে মাদ্রাজ হাইকোর্টে যে জনস্বার্থ মামলা হয়েছে, তার প্রেক্ষিতে বোর্ডের মতামত জানতে চেয়েছে আদালত।
Continues below advertisement
Tags :
Sourashish Lahiri Samboron Banerjee Corona Virus Corona Bcci Abp Ananda IPL IPL 2020 BCCI President Sourav Ganguly