Iran-Israel News: ইজরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমের নজর এড়িয়ে আঘাত হানার হুঁশিয়ারি তেহরানের

ABP Ananda Live: মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ইরানে আমেরিকার হামলা। আমেরিকার হামলার সাফল্য নিয়ে ফের সরব ট্রাম্প । 'ইরানের ৩ পরমাণু কেন্দ্রেই ভয়ঙ্কর ক্ষতি হয়েছে, স্যাটেলাইট ইমেজেই তা স্পষ্ট'। 'সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ভূগর্ভে'। সোশাল মিডিয়ায় পোস্ট আমেরিকার প্রেসিডেন্টের।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ১১ দিনে ময়দানে ত্রিশক্তি। ইজরায়েল-ইরান যুদ্ধে এন্ট্রি নিয়ে ফেলেছে আমেরিকা। ইরানের ৩টি পরমাণু কেন্দ্রে এয়ার স্ট্রাইক চালিয়েছে আমেরিকার সেনা বাহিনী। আমেরিকার হামলার পর কোন পথে হাঁটবে ইরান ? তা নিয়ে জোর জল্পনা চলছে। এই আবহে ৫ মাসে সর্বোচ্চে পৌঁছাল তেলের দাম। চিন্তায় বিনিয়োগকারীরা। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে মার্কিন হামলার ফলে বিশ্বব্যাপী কার্যকলাপ এবং মুদ্রাস্ফীতির ঝুঁকি তৈরি হওয়ায় তেলের দাম ২ শতাংশেরও বেশি বেড়েছে, যা জানুয়ারির পর থেকে সর্বোচ্চ। 

ইজরায়েলের পাশে দাঁড়িয়ে সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার এই হামলার পর প্রশ্ন উঠছে, এবার কী করবে দুই শক্তিধর দেশ - রাশিয়া ও চিন? ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং সরাসরি ইরানের পাশে দাঁড়িয়ে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে নামবে? নাকি, ইরানকে অস্ত্র সাহায্য করে ঘুরপথে আমেরিকাকে শায়েস্তা করার চেষ্টা করবে? 

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola