Iran Israel News : ইজরায়েলের উপর পাল্টা ড্রোন হামলা ইরানের, ২ বাসিন্দার মৃত্যু, আহতের সংখ্যা ৮৩ | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ২০০টি ফাইটার জেট নিয়ে ইরানের উপর হামলা চালাল ইজরায়েল । ইজরায়েলের হামলায় ইরানের মোট ১০৪ জনের মৃত্যু, আহত ৩৭৬ জনপাল্টা ড্রোন হামলা ইরানের, তেল আভিভে পরপর বিস্ফোরণ । ইজরায়েলের উপর ১৫০ ড্রোন হামলা ইরানের । ইরানের হামলায় ইজরায়েলের ২ বাসিন্দার মৃত্যু, আহতের সংখ্যা ৮৩ । ইজরায়েল-ইরান সংঘর্ষে চাপ বাড়ছে নয়াদিল্লির উপর । পহেলগাঁওয়ের পর আগাগোড়া ভারতের পাশে ছিল ইজরায়েল । অন্যদিকে ভারতের তেলের চাহিদার বড় অংশ মেটায় ইরান । ২ দেশের সংঘর্ষের ফলে আন্তর্জাতিক বাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম । সংঘর্ষের ধাক্কা ভারতীয় মুদ্রায়, ডলারের তুলনায় টাকার দাম নিম্নমুখী । গতকাল মধ্যপ্রাচ্যে এই সংঘর্ষের ধাক্কায় টালমাটাল ছিল ভারতীয় শেয়ারবাজার

আরও খবর...

২ দিনে পড়ল চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের অনশন। যোগ্যদের সার্টিফায়েড তালিকা, OMR শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে এখনও অনড় তাঁরা। মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে সল্টলেক সেন্ট্রাল পার্কে বৃহস্পতিবার রাত ১টা থেকে আমরণ অনশন শুরু। এই অনশন শুরু করেছেন ১০ জন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা। সেন্ট্রাল পার্কে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের ধর্নাও চলছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola