Israel Hamas War : প্রত্যাঘাত ইজরায়েলের, হামাসের বিরুদ্ধে লড়ার সময় মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত ৩ তরুণীর
লেবাননে হেজবোল্লার সামরিক ঘাঁটিতে এবার প্রত্যাঘাত ইজরায়েলের। নাবলাস, হেব্রন, বেথলেহেমে ইজরায়েলি সেনার হাতে পাকড়াও বহু। হামাসের বিরুদ্ধে প্রথমবার আয়রন বিম লেজার ব্যবহার করল ইজরায়েল। হামাসের বিরুদ্ধে লড়ার সময় ভারতীয় বংশোদ্ভূত তিন তরুণীর মৃত্যু। নিহত তরুণীদের মধ্যে ২ জন ইজরায়েলি ডিফেন্স ফোর্সেসের অন্তর্গত ছিলেন
Tags :
Israel International Israel Palestine Conflict Israel Hamas War Israel Palestine War Israel Hamas War Update HAMAS