Israel Spyware Probe: মন্ত্রীদের দল গঠন করে পেগাসাস-তদন্তে ইজরায়েলও

Continues below advertisement

স্পাইওয়্যার পেগাসাস (Pegasus Spyware) বিতর্কে এবার নড়েচড়ে বসল ইজরায়েল। মন্ত্রীদের বিশেষ দল গঠন করে খতিয়ে দেখতে নির্দেশ। পেগাসাস-বিতর্ক খতিয়ে দেখবে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। স্পাইওয়্যার বিক্রির বিষয় খতিয়ে দেখে প্রধানমন্ত্রীকে রিপোর্ট। পেগাসাস নিয়ে এমনটাই খবর সংবাদসংস্থা রয়টার্স সূত্রে। আজই পেগাসাস বিতর্কের তদন্তের নির্দেশ দেন ফরাসি প্রেসিডেন্ট। ফরাসি প্রেসিডেন্টের ফোনও টার্গেটে থাকার অভিযোগে তদন্তের নির্দেশ। কোনও অস্বচ্ছ্বতা নেই, সহযোগিতার আশ্বাস দিয়ে দাবি এনএসও-র (NSO)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram