Morning Headlines: গাজায় গ্রাউন্ড অপারেশন শুরু ইজরায়েলের | দিদির দূতের পর এবার 'অভিষেকের দূত' | ABP Ananda LIVE

ডেডলাইন শেষ। গাজায় গ্রাউন্ড অপারেশন শুরু ইজরায়েলের। তেল আভিভের উপর উড়ছে মিসাইল। পরপর বিস্ফোরণ। বাজছে এয়ার সাইরেন। চলছে বিমান হামলা, দাবি ইজরায়েলি সংবাদ মাধ্যমের। মৃতের সংখ্যা সাড়ে তিন হাজার পার। রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডে মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতার করল ইডি। সোমবার পর্যন্ত হেফাজতে। জড়িত নই, দাবি ধৃতের। ডিস্ট্রিবিউটাররা আটার বরাত দিতেন বাকিবুরের গমের মিলে। গম ভাঙিয়ে সেখান থেকে আটা ফিরত কম পরিমাণে। বাকি আটা খোলা বাজারে হত বিক্রি, দাবি ইডি-র। দিদির দূতের পর এবার অভিষেকের দূত। লোকসভা ভোটকে নজরে রেখে পুজোয় নতুন কর্মসূচি তৃণমূলের। অভাব-অভিযোগে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি। কটাক্ষ শুভেন্দু অধিকারীর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola