ISRO: ব্রিটেনের ৩৬টি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি ইসরো-র সবথেকে ভারী রকেটের | Bangla News

Continues below advertisement

ইসরো-র মুকুটে ফের সাফল্যের পালক। গতকাল রাত ১২টা বেজে ৭ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ব্রিটেনের ৩৬টি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিল ইসরো-র সবথেকে ভারী রকেট। ইসরো-র তরফে জানানো হয়েছে, LVM3-M2/OneWeb India-1-এর উপগ্রহের উৎক্ষেপণ সফল হয়েছে। লো আর্থ অরবিটে প্রতিস্থাপনের কাজও সম্পূর্ণ। ৫ হাজার ৭৯৬ কেজির পে-লোডের সফল উড়ানের মাধ্যমে মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস তৈরি করল ভারত।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram