Jammu-Kashmir News : রিখটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্পেও টলাতে পারবে না চেনাব সেতুকে

ABP Ananda Live: রিখটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্পেও টলাতে পারবে না চেনাব সেতুকে। তীব্র বিস্ফোরণেও টুকরো হবে না সেতু। দাবি নির্মাতাদের। এই রেল প্রকল্প কংগ্রেস আমলের, সমালোচনায় কংগ্রেস। 

 

দিঘার জগন্নাথ মন্দিরে প্রসাদের প্যাকেট দেখিয়ে আক্রমণ শুভেন্দুর। 'জগন্নাথ মহাপ্রভুকে নিয়ে নানা রকমের রঙ্গ দেখা যাচ্ছে। সরকারি টাকায় দিঘার ভাস্কর্য। হিন্দুদের ভাবাবেগে আঘাত করার জন্য প্যাকেট তৈরির নির্দেশ। প্যাকেটের দাম ২০ টাকা। মিষ্টি তৈরি হচ্ছে স্থানীয় দোকানে। ডিএম-দের একটি সার্কুলার পাঠানো হয়েছে। প্রসাদ ও স্যুভেনির বিতরন করার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় মিষ্টির দোকানে প্রসাদের মিষ্টি তৈরি হচ্ছে। দুয়ারে রেশন প্রক্রিয়ার মাধ্যমে ঘরে ঘরে এই প্রসাদ দেওয়া হবে। প্রসাদ নাম দিয়ে আস্থায় আঘাত করা হয়েছে। হিন্দু ভাবাবেগে আঘাত করা হয়েছে। রেশন বিলির মাধ্যমে মিষ্টি বিতরণের নির্দেশ। হিন্দুদের বিভ্রান্ত করার জন্য এই মিথ্যাচারের ছক। ওই মিষ্টি আপনারা নিতে পারেন, কিন্তু প্রসাদ হিসেবে গ্রহণ করবেন না,' বললেন শুভেন্দু।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola