Vaishno Devi Landslide : বৈষ্ণোদেবীর পথে ধস, জম্মু-পাঠানকোট জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ

ABP Aanda LIVE : বৈষ্ণোদেবীর পথে ধস, লাফিয়ে বাড়ছে মৃত্যু। এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর। জম্মু-পাঠানকোট জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ। জম্মু-কাটরা রেলপথেও প্রভাব। 

 

আর কয়েক ঘণ্টার মধ্যে আমেরিকার ‘শুল্ক-শাস্তি’ কার্যকর হচ্ছে। আর তার আগে ফের ভারতকে নিয়ে ফের বিস্ফোরক দাবি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তাঁর দাবি, উচ্চ হারে শুল্ক বসাবেন বলে আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সতর্ক করেছিলেন তিনি। শুল্ক-হুঁশিয়ারিতেই ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতে ইতি পড়েছিল বলেও দাবি তাঁর। (US Tariff on India)

হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠক চলাকালীন ফের ভারতকে নিয়ে মুখ খুললেন ট্রাম্প। তাঁর দাবি, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি, সেই সময় মোদির সঙ্গে কথা হয় তাঁর। ভারত ও পাকিস্তানের মধ্যে এত ঘৃণা কেন জানতে চান। পাকিস্তানকেও একই প্রশ্ন করেন তিনি। আর সেই সময়ই চড়া শুল্ক বসানোর কথা জানিয়ে দেন। (Donald Trump)

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola