Earthquake in Taiwan:তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্প,রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪,বহু বাড়ি,রাস্তায় ফাটল

ABP Ananda LIVE: ভয়াবহ ভূমিকম্পে (earth quake) লন্ডভন্ড হয়ে গেল তাইওয়ান (Taiwan)। রিখটার স্কেলে (richter scale)ভূমিকম্পের (erathquake) তীব্রতা ছিল ৭.৪। মৃত্যু হয়েছে ১ জনের। আহত হয়েছেন অন্তত ৫০ জন। তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূল থেকে ২৫ কিলোমিটার দূরে, প্রশান্ত মহাসাগরের নীচে ১৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। তাইওয়ানে ভূমিকম্পের জেরে জাপানের দক্ষিণ-পশ্চিম উপকূলে জারি করা হয়েছে সুনামির সতর্কতা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola