Earthquake in Taiwan:তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্প,রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪,বহু বাড়ি,রাস্তায় ফাটল
ABP Ananda LIVE: ভয়াবহ ভূমিকম্পে (earth quake) লন্ডভন্ড হয়ে গেল তাইওয়ান (Taiwan)। রিখটার স্কেলে (richter scale)ভূমিকম্পের (erathquake) তীব্রতা ছিল ৭.৪। মৃত্যু হয়েছে ১ জনের। আহত হয়েছেন অন্তত ৫০ জন। তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূল থেকে ২৫ কিলোমিটার দূরে, প্রশান্ত মহাসাগরের নীচে ১৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। তাইওয়ানে ভূমিকম্পের জেরে জাপানের দক্ষিণ-পশ্চিম উপকূলে জারি করা হয়েছে সুনামির সতর্কতা।
Tags :
Earthquake Earthquake Today ABP Ananda LIVE Earthquake In Taiwan Earthquake 7.2 Magnitude Hits Taiwan Earthquake In Taiwan Today Earthquake In Taiwan Live Earthquake Tremors Felt In Taiwan Earthquake Jolts In Taiwan