Jawad Rain: রাতভর টানা বৃষ্টির জের, কাকদ্বীপে ক্রমশ বাড়ছে মুড়িগঙ্গা নদীর জলস্তর| Bangla News

নিম্নচাপের জেরে রাতভর টানা বৃষ্টি। অমাবস্যার কোটালের জেরে জলস্তরও বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। কাকদ্বীপের (Kakdwip) মুড়িগঙ্গা নদীর (Muriganga River) জলস্তর ক্রমশ বাড়ছে। এখনও পর্যন্ত আবহাওয়াও রয়েছে প্রতিকূল। আকাশে কালো মেঘ। মাঝে মাঝে সকাল থেকে বৃষ্টি হয়ে চলেছে কাকদ্বীপে। কাকদ্বীপে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ফেরি সার্ভিস (Ferry Service)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola