Jayprakash Majumdar: 'আমার দলের বিধায়ক কিন্তু তাঁর মন্তব্যটা ব্যক্তিগত', মন্তব্য জয়প্রকাশ মজুমদারের

ABP Ananda LIVE: 'আমার দলের বিধায়ক কিন্তু তাঁর মন্তব্যটা ব্যক্তিগত', মন্তব্য জয়প্রকাশ মজুমদারের। এদিন তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র বলেন, বেছে বেছে পর্যটকদের খুন, জঙ্গিদের 'সমর্থনে' তৃণমূল বিধায়ক! 'জঙ্গিরা মেরেছে বলা হচ্ছে, জঙ্গিরা সব সময় পর্যটককে সম্মান জানায়'। ব্যাকফুটে গেলেই এমন কিছু করে বিজেপি, মানুষের নজর ঘুরিয়ে দেয়'। মালদার ভাষা-আন্দোলনের সভায় এমনই মন্তব্য তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র।

 

 

সংসদে অপারেশন সিঁদুর চর্চার দিনই সেনার গুলিতে খতম ২ জঙ্গি

সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার দিনই সেনার গুলিতে মৃত্যু পহেলগাঁওয়ে হামলাকারী ২ জঙ্গি, বলছে সূত্র। ভারতীয় সেনার গুলিতে মৃত্যু পহেলগাঁওয়ে হামলাকারী সুলেমান ও ইয়াসির। সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার মধ্যেই 'অপারেশন মহাদেব। জম্মু-কাশ্মীরের হারওয়ানে সেনার গুলিতে নিহত ৩ জঙ্গি। নিহত ৩ জনের মধ্যে ২ জন পহেলগাঁওয়ে হামলাকারী। নিহত পহেলগাঁওয়ে হামলাকারী ২ জঙ্গি সুলেমান ও ইয়াসির। উদ্ধার AK-47, আমেরিকার তৈরি কার্বাইন, ১৭ রাইফেল গ্রেনেড। এখনও অধরা পহেলগাঁওয়ে হামলাকারী চতুর্থ জঙ্গি মুসা।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola