করোনার জেরে অষ্টম শ্রেণী পর্যন্ত সবাই 'পাস'!

Continues below advertisement
করোনার জেরে অষ্টম শ্রেণী পর্যন্ত সবাই 'পাস', বেনজির সিদ্ধান্ত কেন্দ্রের। নবম ও একাদশে তোলা হোক স্কুলের মূল্যায়নের ভিত্তিতে। অন্যদিকে কোরোনার জেরে স্থগিত হয়ে গেল জয়েন্ট এনট্রান্স অ্যাডভান্স -এর পরীক্ষাও। দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষার হোক ২৯ টি মূল বিষয়ে এমনই আর্জি জানায় কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক যার ভিত্তিতেই নির্দেশিকা জারি করেছে সিবিএসই। 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram