Rahul Gandhi: দুই ঘণ্টার বেশি সময় ধরে ঝাড়খণ্ডের গোড্ডায় আটকে রইল রাহুল গান্ধীর হেলিকপ্টার

Continues below advertisement

Congress News: উড়ানের ছাড়পত্র মেলেনি। যার জেরে দুই ঘণ্টার বেশি সময় ধরে ঝাড়খণ্ডের গোড্ডায় আটকে রইল রাহুল গান্ধীর হেলিকপ্টার। কংগ্রেসের অভিযোগ, ঝাড়খণ্ডের দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই বিরোধী দলনেতার হেলিকপ্টারকে ছাড়পত্র দেওয়া হয়নি। জোর করে বিজেপি এই বাধা সৃষ্টি করেছে। অভিযোগ উঠছে, বিহারের জামুইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার জন্য রাহুলের হেলিকপ্টারের ছাড়পত্রে এই দেরি। কারণ, এর জেরে ওই এলাকায় আকাশপথ পাওয়ার সমস্যা হচ্ছে।  

ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঝাড়খণ্ডের মন্ত্রী ও কংগ্রেস নেত্র্রী দীপিকা পাণ্ডে সিং। তিনি প্রশ্ন তোলেন, এই দেশে কি স্বাধীনভাবে ভোট প্রচারের অধিকার শুধু প্রধানমন্ত্রীর আছে ? তিনি বলেন, "প্রায় এক ঘণ্টা ধরে দেশের বিরোধী দলনেতাকে চপারে অপেক্ষা করিয়ে রাখা হয়েছে। তারা তাঁকে যাওয়ার অনুমতি দিচ্ছে না। আমি বুঝতে পারছি না, বিজেপি কেন এটা করছে । ওরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। লোকসভা ভোটে আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আর এখন আমাদের ভোটে লড়াই আটকাতে আমাদের প্রচারে বাধা দিচ্ছে।" 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram