Jharkhand Update: ঝাড়খণ্ডে সরকার ফেলতেই টাকা নিয়েছিলেন ৩ কংগ্রেস বিধায়ক, দাবি সিআইডির
ঝাড়খণ্ডে সরকার ফেলতেই টাকা নিয়েছিলেন ৩ কংগ্রেস বিধায়ক’ ---
ঝাড়খণ্ডের ৩ বিধায়কের কাছে ৪৯ লক্ষ টাকা নিয়ে দাবি সিআইডির: সূত্র --
ধৃত ৩ কংগ্রেস বিধায়কের অসমের বিজেপি-যোগ নিয়ে বিস্ফোরক দাবি ---
‘২০ জুলাই প্রথমে গুয়াহাটি গিয়েছিলেন ২ বিধায়ক ইরফান আনসারি-রাজেশ কাচ্ছাপ’
‘২৯ জুলাই কলকাতায় ফিরে ফের গুয়াহাটি যান ৩ কংগ্রেস বিধায়ক’
‘মধ্যস্থতাকারীর মাধ্যমে ৩ বিধায়ক দেখা করলেন অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে’
‘টাকার কথা হয়, প্রাথমিক কিছু টাকা চাওয়ায় লালবাজারের কাছে আসতে বলা হয়’
‘লালবাজারের উল্টোদিকে এক ব্যবসায়ীর অফিসে দেখা করতে বলা হয়’
‘শনিবার ইন্ডিগোর বিমানে কলকাতায় ফিরে সদর স্ট্রিটের হোটেল যান বিধায়করা’
‘৩ কংগ্রেস বিধায়কের সঙ্গে ছিলেন ঝাড়খণ্ডের এক যুব কংগ্রেস নেতা’
‘হোটেলের এক কর্মীর কাছ থেকে স্কুটার নিয়ে ৫০ লক্ষ টাকা আনেন যুব কংগ্রেস কর্মীই’
সদর স্ট্রিটের ওই ব্যবসায়ীর সঙ্গে হাওয়ালা যোগের সন্দেহ সিআইডির: সূত্র
৩ কংগ্রেস বিধায়ক গ্রেফতারের পরেই খোঁজ নেই অভিযুক্ত ব্যবসায়ীর, দাবি সিআইডি সূত্রে
‘ঝাড়খণ্ডে সরকার বদল এখন সময়ের অপেক্ষা, জেরায় এমনই দাবি ৩ বিধায়কের’
জেএমএমের অনেক বিধায়কও যোগাযোগ রাখছে বলে দাবি ধৃত বিধায়কদের: সিআইডি সূত্র
‘ঝাড়খণ্ড থেকে শাড়ি কিনবে বলেই বেরিয়েছিল ৩ কংগ্রেস বিধায়ক’
‘অসম থেকে ঘুরে টাকা পাওয়ার পরে মন্দারমণি হয়ে দিঘা যাওয়ার কথা ছিল’
ঝাড়খণ্ডের ৩ বিধায়কের কাছে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধারে দাবি সিআইডির
: সূত্র