Jibankrishna Saha: জেল হেফাজতে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা
নিয়োগ দুর্নীতি মামলায় ফের জেল হেফাজতে জীবনকৃষ্ণ সাহা
আজ তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সহ ৬ জনকে আদালতে পেশ করা হয়
২৭ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের
'চার্জশিটে এসএসসির দুই আধিকারিক পর্ণা বসু ও সমরজিৎ আচার্যর নাম রয়েছে'
'তাও, দুজনকে কেন ছেড়ে রেখেছেন ?', তদন্তকারী আধিকারিককে প্রশ্ন বিচারকের
'আমরা ছেড়ে রাখিনি, ওদেরকে দিয়ে যাঁরা এই কাজ করিয়েছে তাঁরা হেফাজতে রয়েছে', আদালতে সওয়াল সিবিআইয়ের আইনজীবীর
'যাঁরা হেফাজতে, তাঁরাই এদের নির্দেশ দিয়ে তথ্য বিকৃতি করাত'
'আরও কারা নির্দেশ দিত, খুঁজে বার করার চেষ্টা করেছি', আদালতে সওয়াল তদন্তকারী অফিসারের
সাক্ষীদের প্রভাবিত করা, তথ্য প্রমাণ নষ্ট সহ একাধিক অভিযোগ
বিস্তারিত তথ্য দিন, বললেন আলিপুর সিবিআই স্পেশাল কোর্টের বিচারক
জেল হেফাজতে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা
Tags :
Custody Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda Tmc ABP Ananda Live ABP Ananda Bengali News Jail JibankrishnaSaha