JMB Terrorist Arrested: সুভাষগ্রাম থেকে ধৃত JMB জঙ্গির ৮ নভেম্বর পর্যন্ত এনআইএ হেফাজত| Bangla News

Continues below advertisement

সুভাষগ্রাম থেকে সন্দেহভাজন জেএমবি (JMB) জঙ্গির এনআইএ হেফাজত। ৮ নভেম্বর পর্যন্ত এনআইএ হেফাজতের নির্দেশ আদালতের। ধৃত আব্দুল মান্নান ওরফে বাচ্চু বাংলাদেশের বাসিন্দা। কয়েকবছর আগে এরাজ্যে আসে আব্দুল। ২ বছর ধরে ভাড়া থাকত সুভাষগ্রামে। জুলাইয়ে হরিদেবপুর থেকে ধৃত জেএমবি জঙ্গিদের জেরা করে হদিশ। বাংলাদেশে জামাত-জঙ্গিদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল ধৃতর। কী পরিকল্পনা ছিল আব্দুল মান্নানের, জানতে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। আদালতে জানান এনআইএ-র আইনজীবী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram