Jnaneswari Express Accident Fraud: কথায় অসঙ্গতি, বয়ানে সন্তুষ্ট না হলে আজই গ্রেফতার অমৃতাভ!

Continues below advertisement

জ্ঞানেশ্বরী প্রতারণাকাণ্ডে ( Jnaneswari Express ) অভিযুক্ত অমৃতাভ চৌধুরীকে (Amritava Chowdhury) রাতভর জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। নিজাম প্যালেসের দুর্নীতি দমন শাখায় প্রায় ২২ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। জিজ্ঞাসাবাদ করা হয় তাঁর বাবাকেও। ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাতে ছেড়ে দেওয়া হয় অমৃতাভের বাবাকে। গতকাল জোড়াবাগানে অমৃতাভের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। এখান থেকে উদ্ধার করা হয় প্রচুর নথিপত্র। সেগুলি খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, জেরায় অমৃতাভের কথায় অসঙ্গতি পাওয়া গেছে। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বয়ান দিচ্ছেন অমৃতাভ। বয়ানে সন্তুষ্ট না হলে আজ তাঁকে গ্রেফতার করা হতে পারে বলেও জানানো হয়েছে সিবিআই-এর তরফে। এখনও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রেলের ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের তরফে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই কয়েকদিন আগে একটি এফআইআর করা হয়। অভিযোগ করা হয় জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতদের তালিকায় নাম ছিল অমৃতাভ চৌধুরীর। এই হিসাবে তাঁর পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram