JP Nadda at Malda: 'মমতাদির জেদের ফলেই ৭০ লাখ বাঙালি কৃষক কেন্দ্রের প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন', অভিযোগ নাড্ডার

Continues below advertisement
বিধানসভা ভোটের আগে রাজ্যে নির্বাচনী প্রচারে জেপি নাড্ডা। আজ সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেখান থেকেই মালদার উদ্দেশ্যে রওনা দেন তিনি। মালদায় আজ একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে তাঁর। এক কর্মসূচিতে তিনি জানান, "৩৫ লক্ষ কৃষক সুরক্ষা অভিযানে যুক্ত, ৩৩ হাজার গ্রামে আমরা পৌঁছেছি। রাজ্যে মমতাদির সরকার অন্যায় করেছে, মোদিজি ৬ হাজার টাকা প্রকল্প মারফৎ দিয়েছিলেন, সম্মাননিধি কেন্দ্র দিলেও, জেদের বশে তা নেননি মমতাদি। বাংলার ৭০ লাখ কৃষক বঞ্চিত হয়েছেন। ভোট এসে গিয়েছে, এখন আফশোস করে লাভ নেই। সব জায়গায় শুনছি জয় শ্রীরাম, মমতাদির রাগ হচ্ছে কেন? প্রশ্ন নাড্ডার।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram