Jukti Takko: 'কাশ্মীরের ঘটনায় সেকুলারদের ভুল কোথায়?', প্রশ্ন শতরূপ ঘোষ?
ABP Ananda Live: 'প্রধানমন্ত্রী নিজে বলেন সন্ত্রাসবাদের ধর্ম হয় না। কাশ্মীরের ঘটনায় সেকুলারদের ভুল কোথায়? সেকুলারদের কাজ ছিল বর্ডার আটকানো ? সর্বদলীয় বৈঠকে সবাই বলেছে সরকারের পাশে আছি। পাল্টাটা জঙ্গিদের বিরুদ্ধে হবে না রাজনৈতিক শত্রুদের বিরুদ্ধে হবে? এতদিন পরও একটা জঙ্গিও ধরা পড়েনি, এনকাউন্টারও হয়নি।' কাশ্মীরকাণ্ডে মন্তব্য শতরূপ ঘোষের।
গুজরাতে পৌঁছে গিয়েছে INS সুরাত। সেখানে যুদ্ধজাহাজটিকে দেওয়া হয়েছে জল-সেলাম
আরব সাগরে শক্তি প্রদর্শনের কৌশল নিয়েছে ভারত। তার মধ্যেই গুজরাতে পৌঁছে গিয়েছে INS সুরাত। সেখানে যুদ্ধজাহাজটিকে দেওয়া হয়েছে জল-সেলাম। ডেস্ট্রয়ার শ্রেণির এই যুদ্ধজাহাজ শত্রুপক্ষের রাডারে সহজে ধরা পড়বে না। এই যুদ্ধজাহাজে রয়েছে ক্ষেপণাস্ত্র, কামান, টর্পেডো-সহ নানা উন্নত অস্ত্র। শুধু জলেই নয়, স্থলেও শক্তি দেখাচ্ছে ভারত। এবার ট্যাঙ্ক মহড়ার ভিডিও প্রকাশ করল ভারতীয় সেনা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর গোটা দেশ যখন প্রত্যাঘাতের কথা বলছে, তখন ট্যাঙ্ক-ম্যানের এরকম ভিডিও প্রকাশ করেছে ভারতীয় সেনা।