Kali Puja 2021: ৯৪ তম বর্ষে পদার্পণ নৈহাটির বড় মা-এর পুজো, কী এই পুজোর ইতিহাস? মূল মন্ত্রই বা কী? জানুন| Bangla News

Continues below advertisement

ধর্ম হোক যার যার, বড় মা সবার। বড় মা-র পুজোর মূলমন্ত্র এটাই। নৈহাটির বড় মা। পুজোটি জেলার হলেও  খ্যাতি এখন রাজ্যজুড়ে। করোনা আবহে প্রাচীন রীতি মেনেই কোজাগরী পূর্ণিমায় নৈহাটির ঐতিহ্যবাহী বড়মা পুজোর কাঠামো পুজো করা হয় এ বছরও। সুবৃহৎ প্রতিমা, নয়নাভিরাম সাজ, মায়ের জ্বলজ্বলে চোখ এই পুজোর মূল আকর্ষণ।

এবারে ৯৪ তম বর্ষে পড়ল নৈহাটির অরবিন্দ রোডের ধর্মশালা মোড়ের বড় কালীর পুজো। ২১ ফুট উচ্চতা বিশিষ্ট ঘন কৃষ্ণবর্ণ প্রতিমা স্বর্ণলঙ্কারে ভূষিতা।  প্রথমে এই পুজো ভবেশ কালী হিসেবেই পরিচিত ছিল। কালক্রমে এখন সেই কালী সকলের বড় মা। নৈহাটি থেকে সমীরণ পালের রিপোর্ট। এবিপি আনন্দ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram