Kalyan Banerjee: ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা, প্রতিবাদের ডাক কল্যাণের
ABP Ananda LIVE: ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা, প্রতিবাদের ডাক কল্যাণের। 'সারা দেশে বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে। শ্রীরামপুরের শ্রমিকদের নাগপুরে অত্যাচারের অভিযোগ তৃণমূল সাংসদের। 'বাঙালিরা ভিন রাজ্যে কাজে গেলে কাগজ চাইছে। সরকার ও পুলিশকে কে এই ক্ষমতা দিয়েছে? দেশজুড়ে পুলিশি-রাজত্ব চলছ, প্রতিবাদ করুন'।
কাঁকুড়গাছিতে প্রতিবাদ মিছিলে সামিল হলেন প্রয়াত মন্ত্রী সাধন পত্নী সুপ্তি পাণ্ডে
ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠে আসছে। এবার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ডাকে 'ভাষা আন্দোলনে' নামল তৃণমূল কংগ্রেস। দিকে দিকে মিছিল শাসকদলের কর্মীদের। কাঁকুড়গাছিতে প্রতিবাদ মিছিলে সামিল হলেন প্রয়াত মন্ত্রী সাধন পত্নী সুপ্তি পাণ্ডে। তিনি জানিয়েছেন, 'এইরকমভাবে আমাদের এতদিনের সংষ্কৃতি, আমাদের শিক্ষা, আমাদের আবেগ, সবকিছুকে দমিয়ে দেওয়া চেষ্টা, এবং আমাদের একটা কোণা করে, বিভিন্নদিকে সাঁড়াশি আক্রমণ....স্বাভাবিকভাবেই আমরা মিছিল করব।' পাশাপাশি অপর এক তৃণমূল কর্মী বলেন, একটাই কথা বলার আমাদের, যে বাংলা ভাষা বললে, সে ভারতের বাইরে নয়, সেও ভারতীয়। ..এবার যেটা ইস্যু করা হচ্ছে, রোহিঙ্গা। যদি রোহিঙ্গা হয়, তাহলে সেটা প্রমাণ করুন। বাংলা ভাষা বললে, সে তো রোহিঙ্গা হতে পারে না। বিজেপি কিছু মানুষের মধ্যে, এমন একটা প্রচার করছে, যে গরীব মানুষ মানে, আর বাংলা ভাষায় কথা বলা মানে, তারা হচ্ছে বাংলাদেশি। একটা অন্যায়, বাংলা ভাষা ও বাঙালির বিরুদ্ধে নেমে আসছে। এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছি আজ আমরা।'