Kanchanjunga Train Accident: মেয়ের জন্মদিনে বাড়ি ফেরা হল না শুভজিতের, ট্রেন দুর্ঘটনা কেড়ে নিল প্রাণ | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: মেয়ের জন্মদিনে বাড়িতে ফিরতে পারলেন না শুভজিৎ, ট্রেন দুর্ঘটনা কেড়ে নিল প্রাণ । শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার প্রায় ২৫ ঘণ্টা পর শুরু হল ডাউন লাইনে ট্রেন চলাচল। ওই লাইনে প্রথম চলল অবধ-অসম এক্সপ্রেস। গতকাল সকাল ৮টা ৫৫ মিনিটে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে মালগাড়ি। মৃত্যু হয় এক্সপ্রেস ট্রেনের গার্ড, কাঞ্চনজঙ্ঘার পার্সেল ভ্যানের কর্মী, মালগাড়ির চালক-সহ ১০ জনের। আহত হন ৬০ জন। 

ভোট-পরবর্তী সন্ত্রাস নিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য সরকার। বিচারপতি কৌশিক চন্দর ডিভিশন বেঞ্চের ৬ জুনের নির্দেশের প্রেক্ষিতে জমা পড়ল রিপোর্ট। ৬ জুন কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, রাজ্য পুলিশের DG-কে ই মেল করে অভিযোগ জানাতে পারবেন আক্রান্তরা। অভিযোগ খতিয়ে দেখে FIR করার নির্দেশ দেয় আদালত। রাজ্য সরকারের জমা দেওয়া রিপোর্টে ৬ থেকে ১২ জুন পর্যন্ত ৫৬০টি অভিযোগ জমা পড়ার উল্লেখ রয়েছে। এর মধ্যে ১০৭টি FIR দায়ের হয়েছে, জানিয়েছে রাজ্য সরকার। রিপোর্টে উল্লেখ, ৯২টি অভিযোগের ক্ষেত্রে ধর্তব্যযোগ্য অপরাধ পাওয়া যায়নি। ১১৪টি অভিযোগের ক্ষেত্রে অনুসন্ধান করে কোনও অপরাধ খুঁজে পাওয়া যায়নি এবং ১৮টি অভিযোগ ভোট-পরবর্তী সন্ত্রাসের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, রিপোর্টে জানিয়েছে রাজ্য সরকার। আদালতে দেওয়া রিপোর্টে উল্লেখ, ১৩৮টি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, কাজ শেষ হলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram