Kanchenjunga Train Accident: 'কী হয়েছে, কোথায় গাফিলতি, সবটাই তদন্ত হবে', বললেন রাজু বিস্তা

Continues below advertisement

ABP Ananda LIVE: এদিন দুর্ঘটনাস্থলে পৌঁছন দার্জিলেঙের (darjeeling)সাংসদ রাজু বিস্তা(Raju Bista)। তিনি বলেন, 'যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। আপনারা দেখতেই পাচ্ছেন যে অত্যন্ত দ্রুততার সঙ্গে প্রশাসনের উদ্ধারকারী দল, NDRF, STRF কাজ করছে। আমরা কেউই চাই না এমন ঘটনা ঘটুক, আমার মনে হয় সকলের একটু ধৈর্য্য ধরা উচিত। এখন আমাদের উদ্ধারকারী দলকে কাজ করতে দেওয়া উচিত। ২ ডজনের বেশি অ্যাম্বুলেন্স এসেছে। বৃষ্টিও পড়ছে, আবহাওয়াও ভাল নয়। ফলে ওঁদের কাজ করতে দেওয়া উচিত ওঁদের মতো করে। যে ঘটনা ঘটেছে, কোথাও না কোথাও গিয়ে গাফিলতি হয়েছে। কী হয়েছে, কোথায় গাফিলতি, সবটাই তদন্ত হবে। এরপরে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। লাগাতার যোগাযোগ রেখেছেন রেলমন্ত্রী। খোঁজ নিয়ে চলেছেন সকাল থেকে।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram