মুম্বই বিমানবন্দর পৌঁছলেন কঙ্গনা, কালো পতাকা হাতে বিক্ষোভ শিবসেনার
Continues below advertisement
আরও চরমে শিবসেনা-কঙ্গনা সংঘাত। কঙ্গনার অফিস ভাঙায় স্থগিতাদেশ বম্বে হাইকোর্টের। অভিনেত্রীর আবেদনের প্রেক্ষিতে বৃহন্মুম্বই পুরসভাকে কারণ দর্শাতে নির্দেশ। এদিন বেআইনি নির্মাণের অভিযোগে অভিনেত্রীর প্রযোজনা সংস্থার অফিসের একাংশ ভেঙে দেয় বৃহন্মুম্বই পুরসভা। গতকাল পুরসভার তরফে নোটিস দেওয়া হলেও, ভাঙার নির্দেশ দেওয়া হয়নি। নোটিস পাওয়ার পরেই বুলডোজার আনা হয়নি বলে ট্যুইটারে কটাক্ষ করেন কঙ্গনা। এরপরই আজ সকালে নোটিস দেওয়ার পর মণিকর্ণিকা ফিল্মসের অফিস ভেঙে দেওয়া হয়। প্রতিবাদে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন কঙ্গনা। তাঁর দাবি, কোনও বেআইনি নির্মাণ হয়নি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নিয়েছিলেন কঙ্গনার আইনজীবী। এই পরিস্থিতিতে মুম্বই পৌঁছলেন কঙ্গনা। বিমানবন্দরে কড়া নিরাপত্তা ব্যবস্থা। তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য মুম্বই বিমানবন্দরে সামনে আরপিআই-এর সমর্থকরা জড়ো হলে তাঁদের সরিয়ে দেয় পুলিশ। বিক্ষোভ-পাল্টা বিক্ষোভে সরগরম হয়ে ওঠো বিমানবন্দর এলাকা। এদিকে এই প্রেক্ষিতে সঞ্জয় রাউতের বাড়ির সামনে প্রতিবাদ বিক্ষোভ দেখায় করণি সেনা।
Continues below advertisement
Tags :
Kangana Ranaut’s Office Kangana Controversy Kngana Ranaut BHC Kangana’s Office Demolished Mumbai Airport Abp Ananda BMC