India Strikes: বাছাই করে ৯ জঙ্গিঘাঁটিতে স্ট্রাইক I গুঁড়িয়ে গেল হিজবুল-লস্করের ক্যাম্প

ABP Ananda Live: বাছাই করে ৯ জঙ্গিঘাঁটিতে স্ট্রাইক I গুঁড়িয়ে গেল হিজবুল-লস্করের ক্যাম্প। প্রধানমন্ত্রীর পূর্ণ স্বাধীনতা, বদলা নিল ভারতীয় সেনা। বাহাওয়ালপুরে ঘাঁটিতে ২৫০ জঙ্গি ছিল। মুরিদকেতে ১২০ জন জঙ্গি হাজির ছিল। প্রত্যাঘাতের সময় মুজফফরাবাদ ও কোটলিতে ২০০ জঙ্গি হাজির ছিল।শিয়ালকোট, গুলপুর, ভিমবের, চক আমরুর ঘাঁটিতে হামলার সময় ৩০০-র উপর জঙ্গি ছিল। 

 

 পাকিস্তানে স্ট্রাইক ভারতের, অভিযানে নজরদারি মোদির, কন্ট্রোল রুমে রইলেন ডোভাল

রাফাল দিয়ে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল বায়ুসেনা। ১৫দিনের মাথায় ২৬ জনকে খুনের বদলা নিল ভারতীয় সেনা।  পাক অধিকৃত কাশ্মীরে এয়ারস্ট্রাইক, জঙ্গিদের ৯টি ঘাঁটি ধ্বংস। উড়িয়ে দেওয়া হল বাহাওয়ালপুরে মাসুদ আজহারের জইশের সদর দফতর।  POK-র মুজাফফরবাদে হিজবুলের হেড কোয়ার্টার গুঁড়িয়ে দিল ভারত। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর, মুরিদকে, শিয়ালকোটের জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত। পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদ, কোটলী, ভিম্বর, চক আমরুর জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত। গোটা অপারেশনের উপর নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কন্ট্রোল রুম থেকে অপারেশনে অজিত ডোভাল। সেনার ৩ বাহিনীর প্রধানের সঙ্গে কথা বললেন রাজনাথ সিংহ। শ্রীনগর বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিল সেনাবাহিনী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola