Operation Sindoor: আপাতত স্থগিত IPL, কী জানাল BCCI? IPL 2025

ABP Ananda Live: সীমান্তে সংঘর্ষ, আপাতত স্থগিত IPL। এক সপ্তাহের জন্য সাসপেন্ড IPL। টুর্নামেন্টে বাকি ম্যাচ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এক সপ্তাহ পরে, জানাল BCCI। নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নিল BCCI। গতকাল ধর্মশালা স্টেডিয়ামে বন্ধ করে দেওয়া হয়েছিল পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। 

 

সীমান্তে পাক বোমা-মর্টার, সীমান্তের রাজ্যে সতর্কতা। রাজস্থানের জয়সলমেরে আতসবাজিতে নিষেধাজ্ঞা। ১৫ মে পর্যন্ত গুজরাতে আতসবাজি-ড্রোনে নিষেধাজ্ঞা। চন্ডীগড়: ৭ জুলাই পর্যন্ত আতসবাজিতে নিষেধাজ্ঞা। রাজস্থানের বারমেঢ়ে কড়া বিধিনিষেধ জেলা প্রশাসনের । বিকেল ৫টার পর থেকে পুরোপুরি সব বাজার বন্ধের নির্দেশ। সন্ধে ৬টা - সকাল ৬টা পর্যন্ত রাজস্থানের বারমেঢ়ে ব্ল্যাকআউট। ব্ল্যাকআউটের সময় যানবাহন চলাচলও সম্পূর্ণ নিষিদ্ধ। সামরিক এলাকার ৫ কিলোমিটারের মধ্যে নো এন্ট্রি। বারমেঢ়ে আতসবাজির উপরেও নিষেধাজ্ঞা। অমৃতসর: রাত ৮টা থেকে ব্ল্যাকআউট। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola