India Strikes: 'সন্ত্রাসবাদকে কোনওভাবেই মেনে নেওয়া যাবে না', বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

ABP Ananda Live: 'সন্ত্রাসবাদকে কোনওভাবেই মেনে নেওয়া যাবে না। ভারতীয় সেনাকে অভিনন্দন , প্রধানমন্ত্রীকে অভিনন্দন। বললেন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। 

 

অপারেশন সিঁদুরের পর লজ্জা ঢাকতে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের

ভারতের হামলায় ইতিমধ্যেই দিশাহারা পাকিস্তান। অপারেশন সিঁদুরের পর লজ্জা ঢাকতে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। নিয়ন্ত্রণরেখা বরাবর রাতভর গুলি চালিয়েছে পাক সেনা। কুপওয়াড়া, বারামুলা, উরি, আখনুর এলাকায় আর্টিলারি গান থেকে টানা গুলিবর্ষণ। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও। এই নিয়ে টানা দু’ সপ্তাহ ধরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাক সেনা। শিয়ালকোট-ছাম্ব সেক্টর লাগোয়া এলাকার সমস্ত গ্রাম খালি করা হয়েছে। এলাকার সমস্ত সেনা চৌকি, পুলিশ স্টেশন ও হাসপাতালকে সতর্ক করা হয়েছে। পহেলগাঁও, আখনুর, পুঞ্চ সেক্টরেও জারি রয়েছে সতর্কতা। পহেলগাঁওয়ে প্রত্যাঘাতের সঙ্গে সঙ্গে তল্লাশি অভিযানও জারি রেখেছে সেনা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola