Kashmir News: ২২ তারিখে হামলার পর ক্রমশই ডাল লেকে পর্যটক শূন্য

ABP Ananda Live: জঙ্গি হামলার পর কাশ্মীরে কার্যত মুখ থুবড়ে পড়েছে পর্যটন ব্যবসা। ইতিমধ্যেই ৪৮টি ট্যুরিস্ট স্পটে পর্যটকের প্রবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন। বেশিরভাগ পর্যটকই উপত্যাকা ছেড়েছেন। শুনসান ডাললেক। ২২ তারিখে হামলার পর ক্রমশই কমছে ডাল লেকে পর্যটকের সংখ্যা, কী বলছেন শিকারার চালক?

 

মুর্শিদাবাদে অশান্তিতে নষ্ট হয়ে যাওয়া ৯ টি মন্দির পুনর্নির্মাণের কাজের ভার্চুয়াল উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী

পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে যেদিন দিঘার মন্দিরে জগন্নাথ দেবের প্রাণপ্রতিষ্ঠা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিনই, মুর্শিদাবাদে অশান্তিতে নষ্ট হয়ে যাওয়া ৯ টি মন্দির পুনর্নির্মাণের কাজের ভার্চুয়াল উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়েই, দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনই। আদালতের অনুমতিতে কাঁথিতে আয়োজন করা হল সনাতনী সমাবেশের। কাঁথির সনাতনী সম্মেলনে এদিন বক্তব্য রাখেন বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজ, হিরন্ময় মহারাজ, পুরী ধামের দ্বৈতাপতি ভবানী প্রসাদ দাস। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola