Kashmir Attack: যে কোনও সময় হতে পারে অ্যাকশন, বাঙ্কার তৈরি রাখছেন স্থানীয়রা

ABP Ananda Live: ভারত-পাক সংঘাতের আবহে উত্তপ্ত সীমান্ত। যে কোনও সময় হতে পারে অ্যাকশন। মাথা গুঁজতে বাঙ্কার তৈরি রাখছেন স্থানীয়রা।

 

 

পহেলগাঁওতে হিন্দু পর্যটক নিধন, পাকিস্তানের বিরুদ্ধে সরব রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত ভারতের ডেপুটি এনভয় যোজনা পটেল। রাষ্ট্রপুঞ্জে তিনি বলেন, এটা দুর্ভাগ্য়জনক যে, একটি নির্দিষ্ট প্রতিনিধি দল অপপ্রচার এবং ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলার জন্য় ফোরামের অপব্যবহার এবং এটিকে দুর্বল করার চেষ্টা করেছে। গোটা বিশ্ব শুনেছে যে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ একটি টেলিভিশন সাক্ষাৎকারে স্বীকার করেছেন, যে জঙ্গিদের সমর্থন, প্রশিক্ষণ এবং জঙ্গি সংগঠনগুলিকে অর্থ জোগান দেওয়ার ইতিহাস রয়েছে পাকিস্তানের। সর্বসমক্ষে এই স্বীকারক্তি কাউকে অবাক করেনি এবং শঠ দেশ হিসেবে পাকিস্তানের চেহারা খুলে দিয়েছে, যারা বিশ্বব্য়াপী সন্ত্রাসে মদত দিচ্ছে এবং এলাকা অস্থিতিশীল করে তুলছে। বিশ্ব আর চুপ করে থাকবে না।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola