Kashmir Attack: পাক সেনার স্পেশাল ফোর্সের প্রাক্তন কমান্ডোই পহেলগাঁওয়ের হামলাকারী!
ABP Ananda Live: পাক সেনার স্পেশাল ফোর্সের প্রাক্তন কমান্ডোই পহেলগাঁওয়ের হামলাকারী! সেনা-আইএসআইয়ের মদতে পাক অধিকৃত কাশ্মীরে প্রশিক্ষণ, তারপরেই হামলার ছক!
কাল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, আজ মহাযজ্ঞে মুখ্যমন্ত্রী
কাল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, আজ মহাযজ্ঞে মুখ্যমন্ত্রী। পুরো দিঘাকে সাজানো হয়েছে নীল-সাদা রঙের তোরণে। দিঘার মূল রাস্তা এবং সমুদ্র তটকে আলোর মালায় মুড়ে দেওয়া হয়েছে। বুধবার জগন্নাথদেবের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার আগে শুরু হয়েছে একলক্ষ বার মন্ত্রোচ্চারণ। পুরীর মন্দির থেকে এসেছেন রাজেশ দ্বৈতাপতি। মন্দির চত্বরে আয়োজন করা হয়েছে মহাযজ্ঞের। দিঘা স্টেশনের একেবারে কাছে তৈরি হয়েছে এই জগন্নাথ মন্দির। ২০ একর জায়গার ওপর, মন্দির নির্মাণ করেছে হিডকো। খরচ হয়েছে প্রায় আড়াইশো কোটি টাকা। দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দায়িত্ব তুলে দেওয়া হবে ইসকনের হাতে।
Tags :
Jammu & Kashmir News Jk Terrorist Attack In Pahalgam Attack On Tourists In Kashmir Terror Attack Pahalgam Terror Attack