Kashmir Attacks: রক্ত বন্যা বইয়েছে পাক জঙ্গিরা, পাল্টা ঝিলমের জলে জব্দ পাকিস্তানের মুজফফরাবাদ

ABP Ananda Live: এবার জলে জব্দ পাকিস্তান। পহেলগাঁওয়ে রক্ত বন্যা বইয়েছে পাক জঙ্গিরা, পাল্টা ঝিলমের জলে জব্দ পাকিস্তানের মুজফফরাবাদ। ভারতের ছাড়া জলে ফুঁসছে ঝিলম, প্রমাদ গুনছে পাকিস্তানের মুজফফরাবাদ। পাকিস্তানের মুজফফরাবাদে ওয়াটার ইমারজেন্সি জারি। সিন্ধু চুক্তি স্থগিতের পর এবার ঝিলমের জলে জব্দ সন্ত্রাসের মদতদাতা পাকিস্তান। 

 

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, ভারতের প্রত্যাঘাত। কাশ্মীরে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিদের তালিকা প্রকাশ। জঙ্গি তালিকা প্রকাশ করল জম্মু ও কাশ্মীর পুলিশ। কাশ্মীরের বিভিন্ন এলাকায় সক্রিয় ১৪ জন জঙ্গি। সোপোরে সক্রিয় এক লস্কর জঙ্গি। অবন্তীপুরায় সক্রিয় জৈশ ই মহম্মদের এক জঙ্গি। পুলওয়ামায় লস্কর ও জৈশের ২ জঙ্গি সক্রিয়। সোপিয়ানে এক হিজবুল ও চার লস্কর জঙ্গি সক্রিয় তালিকায় প্রকাশ জম্মু ও কাশ্মীর পুলিশের। 

 

'টাকাটা ফ্যাক্টর নয়, আমরা যোগ্য সেটা প্রমাণ করা দরকার', মন্তব্য চাকরিহার শিক্ষাকর্মীর। বন্ধ কারখানার মতো চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য এবার ভাতা । সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা, শিক্ষাকর্মীদের জন্য রাজ্যের ভাতা । মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রুপ সি কর্মীদের মাসে ২৫ হাজার । চাকরিহারা গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা ভাতা দেবে সরকার । নবান্নে চাকরিহারা শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর । কারা যোগ্য-অযোগ্য, এখনই তা বলতে পারব না, তালিকা পাইনি । নবান্নে চাকরিহারা শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola