Kashmir News: ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় ত্রস্ত পাকিস্তান, জম্মু-কাশ্মীরে উস্কানির চেষ্টা অব্যাহত

ABP Ananda Live: ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় ত্রস্ত পাকিস্তান। জম্মু-কাশ্মীরে উস্কানির চেষ্টা অব্যাহত। সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে টানা ৮ দিন পাক সেনার গুলিবর্ষণ। রাত হলেই নিয়ন্ত্রণরেখার ওপার থেকে বিনা প্ররোচনায় গুলি ছুড়ছে পাক সেনা। কুপওয়াড়া, বারামুলা, পুঞ্চ, নৌশেরা এবং আখনুর সেক্টরে গুলি চালাচ্ছে পাকিস্তান। পাক সেনার গুলির উত্তরে জবাব দিচ্ছে ভারতীয় সেনা। প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে রিভিউ মিটিং DG NIA-র। আজও শ্রীনগরে থাকবেন DG NIA।

 

 

মাধ্যমিকে এবারও জেলার জয়জয়কার। মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৬৬ জন। প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র আদৃত সরকার। আদৃতের প্রাপ্ত নম্বর ৬৯৬, ৯৯.৪৩ শতাংশ। আগাগোড়া পড়াশোনায় মনোযোগী আদৃতের পরীক্ষার ফলাফলে সব বিষয়েই গ্রেড  AA। বাংলা ও ইংরেজি,  উভয় বিষয়েই পূর্ণমান পেয়েছে সে। ফুলমার্কস পেয়েছে অঙ্ক, ভৌতবিজ্ঞান, ইতিহাসেও। মাত্র ২ নম্বর করে কাটা গিয়েছে জীবন বিজ্ঞান ও ভূগোলে। তাই আদৃতের প্রাপ্ত নম্বর ৬৯৬। পূর্ণমানের থেকে ৪ নম্বর কম। এবিপি আনন্দের ওয়েবসাইটে ইতিমধ্যেই প্রকাশিত ফল। সেখান থেকেই জানা গেল আদৃতের রেজাল্ট। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola