Kashmir Incident: আজ সকাল থেকে বদলে গিয়েছে পহেলগাঁওয়ের ছবি, থমথমে এলাকা | ABP Ananda Live
ABP Ananda Live: ফের রক্তাক্ত ভূস্বর্গ! পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর গুলিবৃষ্টি। কাশ্মীরে জঙ্গি হামলা, বাংলার ৩ জন-সহ ২৬ জনের মৃত্যু। নিহত দঃ কলকাতার বৈষ্ণবঘাটা লেনের বাসিন্দা বিতান অধিকারী। কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত বেহালার বাসিন্দা সমীর গুহ। প্রাণ গেল হায়দরাবাদে কর্মরত IB অফিসার পুরুলিয়ার বাসিন্দা মণীশ রঞ্জনের। জঙ্গিদের গুলিবৃষ্টিতে নিহতদের মধ্যে ২ জন বিদেশি নাগরিক। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় আহত অন্তত ২০ । বৈসরণ উপত্যকার রিসর্টে লস্কর জঙ্গিদের এলোপাথাড়ি গুলি। ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করে করে পর্যটকদের ওপর গুলিবৃষ্টি । কাশ্মীরে জঙ্গি হামলা, সৌদি আরব সফর কাটছাঁট করে ফিরলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশে শ্রীনগরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
পুলওয়ামার পর এত বড় জঙ্গিহানা ভারতে আর হয়নি। গতকাল মঙ্গলবার ২২ এপ্রিল পহেলগাঁওয়ের রিসর্টে হামলা ৪০ রাউন্ডের বেশি গুলি চালানোর অভিযোগ উঠেছে। ধর্মীয় পরিচয় দেখে দেখে পর্যটকদের উপর জঙ্গি হামলা করা হয়েছে বলে অভিযোগ। জঙ্গি হানায় ২৭জনের বেশি মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছেন দেশের ক্রিকেটমহলও।