Amit Shah: 'সন্ত্রাসকে সমূলে উৎখাত করব', হুঙ্কার অমিত শাহর। ABP Ananda Live

ABP Ananda Live: সন্ত্রাস বন্ধে লড়াই জারি থাকবে। হামলাকারীরা কেউ ছাড় পাবে না। খুঁজে খুঁজে সন্ত্রাসবাদীদের মারতে হবে। কাশ্মীরে গণহত্যা, সন্ত্রাস দমনে কড়া বার্তা অমিত শাহর। : পহেলগাঁওয়ে গণহত্যা, পাল্টা অ্যাকশনে ভারত, প্রস্তুত ৩ বাহিনী। প্রত্যাঘাতে তিন বাহিনীকে 'পূর্ণ স্বাধীনতা' প্রধানমন্ত্রীর। সুরাতে পৌঁছল 'আইএনএস সুরাত' যুদ্ধজাহাজ। জানুয়ারি মাসে 'আইএনএস সুরাত' সামিল হয় ভারতীয় নৌসেনায়। আইএনএস সুরাত স্টিল গাইডেড মিসাইল বিধ্বংসী শ্রেণির চতুর্থ জাহাজ। আইএনএস সুরাতের ওজন ৭ হাজার ৪০০ টন, ১৬৪ মিটার লম্বা আইএনএস সুরাতের গতিবেগ : ১ ঘণ্টায় ৬০ কিলোমিটার। জল আটকালেই পাকিস্তানে খরা, বেশি ছাড়লেই বন্যা। সামরিক শক্তিপ্রদর্শনের মধ্যেই ভারতের ওয়াটার স্ট্রাইক। হাতিয়ার রামবনে চিনাব নদীতে বাগলিহার বাঁধ। কাশ্মীরে জঙ্গি হামলার জেরে পাকিস্তানের সঙ্গে নতুন করে সংঘাত দেখা দিয়েছে। সীমান্ত এলাকার পাশাপাশি, সাগরেও জারি হয়েছে উচ্চ সতর্কতা। আর সেই আবহেই INS Surat যুদ্ধজাহাজ গুজরাতে ঢুকল। গুজরাতের সুরতের নামেই নামকরণ জাহাজটির। আপাতত আদানি পোর্টস এবং SEZ Limited-এর হজীরা বন্দরে নোঙর করা হয়েছে। জাহাটিকে ঘিরে কৌতূহল বাড়ছে স্থানীয়দের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola