Kashmir News: 'এতদিন কেন সার্জিক্যাল স্ট্রাইক করেনি জানি না', বলছেন প্রাক্তন সেনাকর্তা দেবাশিষ দাস

ABP Ananda Live: বৃহস্পতিবার সকাল থেকেই সেনা-জঙ্গির গুলির লড়াই চলছে উধমপুরে। খবর পাওয়া গিয়েছে, এই গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন এক সেনা জওয়ান। উধমপুরের দুর্গম ভূখণ্ড এবং ঘন জঙ্গলে ঢাকা এলাকা এমনিতেই অভিযান চালানোর পক্ষে অসুবিধাজনক। জঙ্গলের ভিতর রয়েছে অনেক গুহা, যেখানে অনায়াসেই লুকিয়ে থাকা যায়। তাই অত্যন্ত সতর্ক হয়েই অভিযান চালাচ্ছিল সেনাবাহিনী। কিন্তু জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন এক নিরাপত্তারক্ষী। দু'পক্ষের মধ্যে গুলির লড়াই চলাকালীন গুরুতর ভাবে জখম হন ওই সেনা জওয়ান। পরে মৃত্যু হয় তাঁর। পহেলগাঁওয়ে নিহতদের স্মৃতিতে ২ মিনিট নীরবতা পালন প্রধানমন্ত্রীর। 'পহেলগাঁওয়ে নিরীহদের নির্মমভাবে হত্যা করেছে জঙ্গিরা'। 'এই হামলা শুধু পর্যটকদের ওপর নয়, এটা ভারতের আত্মার ওপর হামলা'। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola