Kashmir News : পাক অধিকৃত কাশ্মীরে ৪২টি জঙ্গি ঘাঁটির খোঁজ পেল ভারতীয় সেনা
ABP Ananda LIVE : পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, অ্যাকশনে ভারত। পাক অধিকৃত কাশ্মীরে ৪২টি জঙ্গি ঘাঁটির খোঁজ পেল ভারতীয় সেনা। দক্ষিণ পির পঞ্জালে লঞ্চ প্যাডে ১১০ থেকে ১৩০ জন জঙ্গি লুকিয়ে থাকার সম্ভাবনা। উত্তর পির পঞ্জালের লঞ্চ প্যাডে ৩০ থেকে ৩৫ জন জঙ্গি রয়েছে বলে সন্দেহ।
Kashmir News Update: জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারীর বাড়ি গেলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, পরিবারের সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রীর
ভূস্বর্গে বেড়াতে গিয়ে জঙ্গি হামলায় প্রাণ গেল বাঙালি পর্যটক বিতান অধিকারীর। নেতাজিনগর থানা এলাকার বৈষ্ণবঘাটা লেনের বাসিন্দা বিতান কাজ করতেন ফ্লোরিডায় তথ্যপ্রযুক্তি সংস্থায়। ৮ মার্চ দেশে ফেরেন। তারপর স্ত্রী ও সাড়ে ৩ বছরের ছেলেকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গেছিলেন বিতান। গতকাল দুপুর আড়াইটে নাগাদ পহেলগাঁও হিল স্টেশন থেকে প্রায় ৫ কিমি দূরে বৈসরন উপত্যকায় জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে মৃত্য়ু হয় বাঙালি পর্যটকের। নিহতের বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। পরিবারের সদস্যের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। রাতে বিতান অধিকারীর বাড়িতে যান বিজেপি নেতা সজল ঘোষ।