Kashmir News: ওমর আবদুল্লার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী, দ্রুত প্রত্যাঘাত?

ABP Ananda Live: কীভাবে পাকিস্তানকে জবাব? ওমর আবদুল্লার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। লোক কল্যাণ মার্গে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। পহেলগাঁও হামলার পরে ওমর আবদুল্লার সঙ্গে মোদির প্রথম বৈঠক। পাকিস্তানকে যোগ্য প্রত্যাঘাতে সেনা পূর্ণ স্বাধীনতা প্রধানমন্ত্রীর। সেনা পূর্ণ স্বাধীনতা দেওয়ার পরে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে মোদির বৈঠক। কাশ্মীরে হামলার ১২ দিন পার। এখনও অধরা জঙ্গিরা। জোরকদমে চলছে চিরুনি তল্লাশি। বারামুলার রাস্তায় সাঁজোয়া গাড়ি, পুলিশি পাহারা। উরি, বারামুলা, কেরান, কুপওয়াড়ার সীমান্তের উল্টোদিকে একের পর এক জঙ্গি লঞ্চ প্যাড। সার্জিক্যাল স্ট্রাইকের সময় গুঁড়িয়ে দেওয়া ঘাঁটি ফের শক্তিশালী পাকিস্তানের প্রশ্রয়ে। পহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু হত্যা, ১২ দিন পরেও অধরা জঙ্গিরা। কাশ্মীরেই লুকিয়ে পাক জঙ্গি মুসা ও তার সঙ্গীরা, খবর সূত্রের। উপত্যকাজুড়ে চিরুনি তল্লাশি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola