Pahalgam Incident:পহেলগাঁওয়ে জঙ্গি হানা,প্রতিশোধের আগুন ফুঁসছে গোটা দেশ,সুরক্ষায় ত্রুটি মানল কেন্দ্র
ABP Ananda Live: পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ নাগরিকের মর্মান্তিক মৃত্য়ুর পর দেশজুড়ে জোরাল হচ্ছে প্রত্য়াঘাতের দাবি। আজ সর্বদল বৈঠকে এই ইস্য়ুতে মোদি সরকারের পাশে থাকার বার্তা দিল বিরোধী দলগুলো। আজ সর্বদল বৈঠকে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় বলেন--- 'সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা কেন্দ্রের সঙ্গে আছি। জঙ্গিদের নিশ্চিহ্ন করার লড়াইয়ে দেশকে ঐক্য়বদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রীর উচিত সব দলের প্রধানদের নিয়ে বৈঠক ডাকা।' তবে এর পাশাপাশি নিরাপত্তার খামতির অভিযোগ নিয়েও সরব হতে ছাড়েনি তৃণমূল। সর্বদল বৈঠকে সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় আরও বলেন--- 'পহেলগাঁওয়ের মতো ট্য়ুরিস্ট স্পটে নিরাপত্তা বাহিনী ছিল না কেন? বিজেপি এটাকে হিন্দু মুসলিম ইস্য়ু করে তুলছে কেন? কেন্দ্রের শাসকদলের ওপর অনেক বড় দায়িত্ব রয়েছে।' বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের মুখ্য়মন্ত্রী ওমর আবদুল্লাও সর্বদল বৈঠক ডেকেছিলেন। যেখানে পহেলগাঁওয়ের ঘটনাকে জঘন্য় এবং অমানবিক আখ্য়া দিয়ে একটি প্রস্তাব পাস করা হয়।
পহেলগাঁওয়ের ঘটনায় জঙ্গিদের সমর্থন করে মন্তব্য ! অসমে গ্রেফতার AIUDF বিধায়ক আমিনুল
পহেলগাঁওয়ে জঙ্গি হানা। প্রতিশোধের আগুন ফুঁসছে গোটা দেশ। এরইমধ্যে বিতর্কিত মন্তব্যের অভিযোগে গ্রেফতার অসমের বিধায়ক। অসম পুলিশ জানিয়েছে, AIUDF বিধায়ক আমিনুল ইসলামের মন্তব্যের জেরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। অসমের পুলিশ অফিসার স্বপ্নীল দেকা বলেন, "সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে শোনা যায়, পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে ভুল মন্তব্য করছেন তিনি। জঙ্গিদের কার্যকলাপকে সমর্থন করেন তিনি। এই ভিডিও-র প্রেক্ষিতে মামলা দায়ের করেছি এবং তাঁকে গ্রেফতার করেছি। আগামীকাল তাঁকে আদালতে পেশ করা হবে।''