Pahalgam: ইসলামপন্থী পড়তে না পারায় চেখের সামনে বাবাকে ৩টে গুলি করে জঙ্গিরা, এখনও আতঙ্কে নিহতের মেয়ে

ABP Ananda LIve: পহেলগাঁওয়ে বৈসরন উপত্যাকায় ২৫জন পর্যটকসহ ২৬ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। নিজের চোখের সামনে বাবা-কাকাকে খুন হতে দেখেছেন। বাবাকে ইসলামপন্থী পড়তে বলে জঙ্গিরা। ইসলামপন্থী পড়তে না পারায় ৩টি গুলি করে খুন করা হয়। এখনও আতঙ্কে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত সন্তোষ জগদলের মেয়ে। 

 

পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীকে 'পূর্ণ স্বাধীনতা' প্রধানমন্ত্রীর ! কখন, কোথায়, কীভাবে হামলা?

পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীকে 'পূর্ণ স্বাধীনতা' দিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদি।  কখন, কোথায় কীভাবে হামলা? ঠিক করতে সেনাবাহিনীকে 'পূর্ণ স্বাধীনতা' দিয়েছেন তিনি। মিশনের জন্য তৈরি সেনাবাহিনী,  কীভাবে পাকিস্তানকে প্রত্যাঘাত, তা নিয়ে জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী মোদি।এদিন প্রতিরক্ষামন্ত্রী, NSA, CDS, ৩ বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি।  প্রধানমন্ত্রীর বাসভবনে ওই জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন রাজনাথ, দোভাল, অনিল চৌহান। কাশ্মীর হামলার পর, কীভাবে পাকিস্তানকে জবাব দেওয়া যায়, সেই গুরুত্বপূর্ণ রোডম্যাপ তৈরি নিয়ে আলোচনা সারেন তিনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola