Pahalgam Attacks: সেনা-আইএসআইয়ের মদতে পাক অধিকৃত কাশ্মীরে প্রশিক্ষণ, তারপরেই হামলার ছক!

ABP Ananda live: পাক সেনা-ISI মদতেই পহেলগাংওয়ে জঙ্গি হামলা। পাক সেনার প্রাক্তন কমান্ডো হামলাকারী জঙ্গি হাশিম মুসা! পহেলগাঁওতে জঙ্গি হামলায় পাক যোগ আরও স্পষ্ট। হামলাকারীদের অন্যতম হাশিম মুসা পাক সেনার সদস্য, খবর সূত্রের। পাক সেনাবাহিনীতে আসিফ ফৌজি নামে পরিচিত ছিল হাশিম মুসা।পাক স্পেশাল ফোর্স  SSG-র সদস্য মুসা। এবার কোথায় মুখ লুকোবে পাকিস্তান? নিজেদের দোষের কথা জানে বলেই কি ভয়ে কাঁপছে পাকিস্তান? তাই কি আগেভাগে ভারতের দিক থেকে প্রত্যাঘাতের আশঙ্কা জানিয়ে কাঁদুনি গাইছে পাকিস্তান? রাজৌরিতে যে জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ঢুকেছিল, তাদের মধ্যে মুসা ছিল কিনা, খতিয়ে দেখা হচ্ছে। ২০২৩-এর ডিসেম্বরে পুঞ্চে সেনা কনভয়ে হামলাকাণ্ডে জড়িত থাকতে পারে মুসারা, সন্দেহ গোয়েন্দাদের।

 

 

পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীকে 'পূর্ণ স্বাধীনতা' প্রধানমন্ত্রীর ! কখন, কোথায়, কীভাবে হামলা?

পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীকে 'পূর্ণ স্বাধীনতা' দিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদি।  কখন, কোথায় কীভাবে হামলা? ঠিক করতে সেনাবাহিনীকে 'পূর্ণ স্বাধীনতা' দিয়েছেন তিনি। মিশনের জন্য তৈরি সেনাবাহিনী,  কীভাবে পাকিস্তানকে প্রত্যাঘাত, তা নিয়ে জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী মোদি।এদিন প্রতিরক্ষামন্ত্রী, NSA, CDS, ৩ বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি।  প্রধানমন্ত্রীর বাসভবনে ওই জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন রাজনাথ, দোভাল, অনিল চৌহান। কাশ্মীর হামলার পর, কীভাবে পাকিস্তানকে জবাব দেওয়া যায়, সেই গুরুত্বপূর্ণ রোডম্যাপ তৈরি নিয়ে আলোচনা সারেন তিনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola