Pahalgam Attacks: পহেলগাঁও হামলায় কি মদত করেছে প্যালেস্তানীয় জঙ্গি গোষ্ঠী হামাসও?
ABP Aananda Live: পহেলগাঁও হামলায় কি মদত করেছে প্যালেস্তানীয় জঙ্গি গোষ্ঠী হামাসও? এর কার হল পহেলগাঁওয়ে হামলার ৩ দিন আগে পাকিস্তানের মাটিতে ঢুকতে দেখা যাচ্ছে হামাস কমান্ডারকে। স্বাভাবতই প্রশ্ন উঠছে এই বৈঠকেই কি পাকা হয়েছিল হামলার ব্লুপ্রিন্ট? ১৯শে এপ্রলের এই ছবিতে দেখা যাচ্ছে পাকিস্তানের বাহপালপুরে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সদর দপ্তরে ঢুকছে প্যালেস্তানীয় জঙ্গি সংগঠন হামাশের কমান্ডার খালিদ কাইয়মি। মসজিদের সামনে দরা পড়েছে সেই ছবি।
ভারতের ক্ষোভ আঁচ করে "উপযুক্ত" সময়ে রাষ্ট্রসংঘে বৈঠক চাওয়ার কথা ভাবছে পাকিস্তান !
ভারতের ক্ষোভ আঁচ করতে পেরে কার্যত আতঙ্কিত পাকিস্তান। সে দেশের একাধিক নেতা-মন্ত্রী তর্জন-গর্জন করলেও, ভারতের প্রত্যাঘাতে যে তাদের ভয়ঙ্কর পরিণতি হতে পারে সেকথা বিলক্ষণ বুঝেই এবার বিষয়টি রাষ্ট্রসংঘে উত্থাপনের ইঙ্গিত দিয়ে রাখল তারা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতের সঙ্গে সংঘাতের আবহে পাকিস্তান বলল, যখন "উপযুক্ত" সময় বোঝা হবে তখন বিষয়টি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে তুলে মিটিং ডাকার "অধিকার" আছে। রাষ্ট্রসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমেদ এখানে এক সংবাদ সম্মেলনে বলেন, "আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত ঘটনা জম্মু ও কাশ্মীরের পরিস্থিতির প্রেক্ষাপটে।" ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে পাকিস্তান নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করার পরিকল্পনা করছে কি না, এই প্রশ্নের জবাবে আহমেদ এই কথা বলেন। প্রসঙ্গত, পাকিস্তান বর্তমানে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ।