Kashmir News: কাশ্মীর বেড়াতে গিয়ে বরাত জোরে বেঁচে যাওয়া সেই সব বাঙালি পর্যটকদের তাড়া করছে আতঙ্ক

ABP Ananda Live: কেউ পায়ের সমস্যার কারণে বৈসরন যাওয়া এড়িয়েছেন। কেউ আবার হোটেল থেকে বেরনোর সময়ই খবর পেয়েছিলেন জঙ্গি হামলার। কাশ্মীর বেড়াতে গিয়ে বরাত জোরে বেঁচে যাওয়া সেই সব বাঙালি পর্যটকদের এখন তাড়া করছে আতঙ্ক। 

 

পহেলগাঁওয়ের ঘটনায় জঙ্গিদের সমর্থন করে মন্তব্য ! অসমে গ্রেফতার AIUDF বিধায়ক আমিনুল

পহেলগাঁওয়ে জঙ্গি হানা। প্রতিশোধের আগুন ফুঁসছে গোটা দেশ। এরইমধ্যে বিতর্কিত মন্তব্যের অভিযোগে গ্রেফতার অসমের বিধায়ক। অসম পুলিশ জানিয়েছে, AIUDF বিধায়ক আমিনুল ইসলামের মন্তব্যের জেরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। অসমের পুলিশ অফিসার স্বপ্নীল দেকা বলেন, "সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে শোনা যায়, পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে ভুল মন্তব্য করছেন তিনি। জঙ্গিদের কার্যকলাপকে সমর্থন করেন তিনি। এই ভিডিও-র প্রেক্ষিতে মামলা দায়ের করেছি এবং তাঁকে গ্রেফতার করেছি। আগামীকাল তাঁকে আদালতে পেশ করা হবে।''

মাস তিনেক বাদেই জুলাইয়ের ৩ তারিখ অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা। তার আগেই অত্য়ন্ত ইঙ্গিতপূর্ণভাবে পর্যটকদের নিশানা করল জঙ্গিরা। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে মাটিতে পড়ে থাকা পর্যটকের দেহের এই ছবি শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দেবে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ পহেলগাঁও হিল স্টেশন থেকে প্রায় ৫ কিমি দূরে বৈসরন উপত্যকায়, হামলা চালায় জঙ্গিরা। যে ঘটনায় ৩ জন বাঙালি সহ ২৬ জনের মৃত্যু হয়েছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথ তদন্ত চালাচ্ছে NIA. সূত্রের খবর,  জঙ্গিদের সঙ্গে স্থানীয়দের যোগসাজশ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সন্দেহভাজনদের চিহ্নিত করে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে NIA. গত কয়েকদিনের বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখা হচ্ছে। পহেলগাঁওয়ের জঙ্গিদের সম্পর্কে আরও বেশি তথ্য জোগাড় করতে চিকিৎসকদের অনুমতি নিয়ে আহতদের বয়ান রেকর্ড করার চেষ্টা চলছে। জঙ্গি হামলার ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় খুন, খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola