Kashmir News:২০১৯কাশ্মীরে লিপা ভ্যালি থেকে লাগাতার গোলা বর্ষণ হয়,পহেলগাঁও ঘটনা ফিরিয়ে আনল সেই স্মৃতি
ABP Ananda Live: পাক অধিকৃত কাশ্মীরে লিপা ভ্যালি। ২০১৯-এ সেখান থেকে লাগাতার গোলা বর্ষণ করা হয়। কাছেই চৌকিবাল গ্রামে একটি বড় সেল এসে পড়ে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলার। পহেলগাঁও জঙ্গি হানা ঘটনা ফিরিয়ে আনল সেই স্মৃতি।
পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীকে 'পূর্ণ স্বাধীনতা' প্রধানমন্ত্রীর ! কখন, কোথায়, কীভাবে হামলা?
পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীকে 'পূর্ণ স্বাধীনতা' দিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদি। কখন, কোথায় কীভাবে হামলা? ঠিক করতে সেনাবাহিনীকে 'পূর্ণ স্বাধীনতা' দিয়েছেন তিনি। মিশনের জন্য তৈরি সেনাবাহিনী, কীভাবে পাকিস্তানকে প্রত্যাঘাত, তা নিয়ে জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী মোদি।এদিন প্রতিরক্ষামন্ত্রী, NSA, CDS, ৩ বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রীর বাসভবনে ওই জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন রাজনাথ, দোভাল, অনিল চৌহান। কাশ্মীর হামলার পর, কীভাবে পাকিস্তানকে জবাব দেওয়া যায়, সেই গুরুত্বপূর্ণ রোডম্যাপ তৈরি নিয়ে আলোচনা সারেন তিনি।