Pahalgam incident: পহেলগাঁওয়ে ভয়ঙ্কর জঙ্গি হামলা, বেছে বেছে হত্যা পুরুষদের, ছাড় মহিলা-শিশুদের
ABP Ananda Live: ১৬ এপ্রিল কাশ্মীর নিয়ে উস্কানিমূলক মন্তব্য় করেছিলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তিনি বলেছিলেন, "কাশ্মীর আমাদের গলার শিরা ছিল এবং আছে। তাই আমরা কখনই ভারতের দখলদারি বিরুদ্ধে বিপ্লবী সংগ্রামে কাশ্মীরি ভাইদের ত্যাগ করতে পারব না।" অন্য়দিকে, জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার কমান্ডার আবু মুসাও হুমকি দেয়--- "ইনশাল্লাহ গুলির বৃষ্টিতে আমরা তোমাদের গলা কেটে শহিদদের আত্মত্যাগের জবাব দেব।" এসবের এক সপ্তাহের মধ্য়ে কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে গেল ভয়াবহ জঙ্গি হামলা। গোয়েন্দা সূত্রে খবর, এই হামলার হামলার অন্যতম চক্রী সইফুল্লা খালিদ ওরফে সইফুল্লা কাসুরি। যে লস্করের সহ প্রতিষ্ঠাতা, ২৬/১১-র মুম্বই হামলার মূল ষড়যন্ত্রী হাফিজ সইদের অত্য়ন্ত ঘনিষ্ঠ। পহেলগাঁওকাণ্ডের পর গোটা দেশে যখন প্রত্য়াঘাতের দাবি উঠছে, তখন একটি সূত্র মারফৎ দাবি করা হয়েছে --- সেনার তরফে ইতিমধ্য়ে জঙ্গিদের ৪২টা ক্য়াম্প চিহ্নিত করা হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের উত্তর পীর পঞ্জাল রেঞ্জে ১০টা লঞ্চপ্য়াড চিহ্নিত করা হয়েছে। যেখানে ৩০-৩৫ জন জঙ্গি থাকতে পারে বলে অনুমান। দক্ষিণ পীরপঞ্জাল রেঞ্জে ৩২টা লঞ্চপ্য়াড চিহ্নিত করা হয়েছে। যেখানে ১০০-র কাছাকাছি জঙ্গি থাকতে পারে বলে সেনার অনুমান।
পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা বিতান-সমীর, বুধবার রাতেই সম্পন্ন হল শেষকৃত্য
চোখের সামনেই জঙ্গিরা গুলি করে মেরেছে স্বামীকে। সেই ভয়ঙ্কর দৃশ্য যেন এখনও তাড়া করে বেড়াচ্ছে। একরাশ আতঙ্ক আর স্বামীর কফিনবন্দি নিথর দেহ নিয়ে বুধবার কলকাতায় ফিরলেন সোহিনী অধিকারী, শবরী গুহরা। বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারী কর্মসূত্রে ফ্লোরিডায় থাকতেন। দেশে ফিরে পরিবারকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন কাশ্মীরে। সেখানেই সাড়ে তিন বছরের ছেলে আর স্ত্রীর চোখের সামনে জঙ্গিরা খুন করে বিতান অধিকারীকে। বুধবার বিতানের মৃতদেহ নিয়ে কলকাতায় ফেরেন তাঁর স্ত্রী। বিমানবন্দরে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালরা। নিহত বিতান অধিকারীর পরিবারকে সাহায্যের আশ্বাসও দেন বিরোধী দলনেতা। এয়ারপোর্ট থেকে বিতান অধিকারীর মৃতদেহ সঙ্গে নিয়ে বৈষ্ণবঘাটার বাড়িতে পৌঁছন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাস। হাজির ছিলেন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, সিপিএম নেতা সুজন চক্রবর্তীরা।
পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে বেহালার সখেরবাজারের বাসিন্দা সমীর গুহরও। স্ত্রী ও ১৭ বছরের মেয়েকে নিয়ে গেছিলেন কাশ্মীরে ঘুরতে। বুধবারই ফেরার কথা ছিল। ফিরলেনও। কিন্তু কফিনবন্দি হয়ে। ক'দিন আগে যে মানুষগুলো আনন্দ করতে করতে, পরিবারকে নিয়ে বেড়াতে গেছিল, আজ কলকাতায় এল তাঁদের প্রাণহীন শরীর। জঙ্গিদের গুলিতে নিহত বিতান অধিকারী এবং সমীর গুহর শেষকৃত্য় সম্পন্ন হল বুধবার রাতেই।