Kashmir News: 'ওঁদের (BSF) কাছেই কোনও খবর নেই', আশঙ্কার মধ্যেও অপেক্ষায় রিষড়ার BSF জওয়ানের পরিবার

ABP Ananda LIVE : ৪ দিন পার, এখনও পাক রেঞ্জার্সের হাতে বন্দি রিষড়ার BSF পিকে সাউ। ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক বিএসএফের ডিজি-র, প্রায় ১ ঘণ্টা ধরে বৈঠক। কীভাবে পাক রেঞ্জার্সের হাতে বন্দি বিএসএফ জওয়ানকে ফেরানো যায় ভারতে, সেই নিয়ে আলোচনা। রিষড়ার বিএসএফ জওয়ানকে ফেরাতে কি অগ্রগতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ও বিএসএফের ডিজির আলোচনা, সূত্রের খবর। 

Pahalgam Incident Update: ৩ দিনে ২ বার, ফের নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর, যা বলছে বিরোধীরা...

৩ দিনে ২ বার। বিহারের সভার পর এবার মন কি বাত-এ...। পহেলগাঁওকাণ্ডে ফের নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী।

ভূস্বর্গ কাশ্মীরে মঙ্গলবারের ভয়ঙ্কর হত্যালীলার নৃশংসতায় শিউরে উঠেছে গোটা দেশ। ভয়াবহ জঙ্গি হামলা কেড়ে নিয়েছে ২৬টা প্রাণ। বেছে বেছে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে হিন্দু পর্যটকদের। পাকিস্তানি জঙ্গিদের এই কাপুরুষোচিত হামলার প্রত্য়াঘাত চাইছে গোটা দেশ। রীতিমতো যুদ্ধের মহড়া শুরু করে দিয়েছে তিন বাহিনীর সেনাও। এই পরিস্থিতিতে রবিবার মন কি বাত অনুষ্ঠানে জঙ্গি ও তাদের মদতদাতাদের কড়া শাস্তি দেওয়ার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, "পহেলগাঁওয়ে ওই হামলা, যারা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করে তাদের হতাশা, কাপুরুষতাকে প্রকাশ করেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ১৪০ কোটি ভারতীয়র পাশে রয়েছে গোটা বিশ্ব। আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আবার আশ্বাস দিচ্ছি, তারা ন্যায়বিচার পাবে। ন্যায় মিলবেই। এই হামলায় দোষী ও ষড়যন্ত্রকারীদের কঠোরতম জবাব দেওয়া হবে।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola