Kashmir News: রবীন্দ্র সরোবরের সামনে পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহতদের শ্রদ্ধা স্থানীয় বাসিন্দাদের
ABP Ananda LIVE: পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহতদের শ্রদ্ধা জানাতে পথে নামল সাধারণ মানুষ। রবিবার রবীন্দ্র সরোবরের সামনে মোমবাতি জ্বালিয়ে, নিহতদের ছবিতে মাল্যদান করলেন স্থানীয় বাসিন্দারা। পরিবেশকর্মী সুমিতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে স্মরণসভার আয়োজন করা হয়।
আরও খবর...,
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর এবার ভারতের ওয়াটার স্ট্রাইক। জম্মু কাশ্মীরের রামবান জেলায় চন্দ্রভাগা নদীর জল আটকাল
ভারত। চন্দ্রভাগার ওপর বাগলিহার বাঁধ থেকে জলপ্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। এবার ED-র স্ক্যানারে ৫০০টি ভারতীয় পাসপোর্ট। ED সূত্রে খবর, এই পাসরপোর্টগুলি জাল হয়ে থাকতে পারে। তাই পাসপোর্টের জন্য কোন কোন নথি জমা দেওয়া হয়েছিল? পুলিশ ভেরিফিকেশন হয়েছিল কি না? পুলিশ কী রিপোর্ট জমা দিয়েছিল? এসব জানতে পাসপোর্ট অফিসে ৫০০টি ভারতীয় পাসপোর্টের তালিকা পাঠিয়েছে ED. তদন্তকারীদের সন্দেহ, কলকাতা থেকেই বানানো হয়েছিল এই সমস্ত পাসপোর্ট।