Kashmir News: পহেলগাঁওয়ের ঘটনার ৬ দিন পার, স্থানীয়দের বাড়িতে ঢুকে চলছে তল্লাশি

ABP Ananda Live: বন্ধ দোকান, ঝুলছে তালা। ভয়ঙ্কর হামলার পর শ্রীনগরে বন্ধ দোকানপাট। দোকান বন্ধ করে কলকাতায় ফিরছেন ব্যবসায়ীরা। পহেলগাঁওকাণ্ডের জবাবে ভারতের সামরিক হামলা আসন্ন। পরমাণু-অস্ত্রের আস্ফালনের মধ্যেই বলছেন পাক প্রতিরক্ষামন্ত্রী। সেনাকে তৈরি থাকার নির্দেশ। হেলগাঁওকাণ্ডের সাতদিনের মাথাতেও অধরা জঙ্গিরা। জঙ্গিদের স্কেচ সামনে আসলেও ধরা পড়েনি কেউই। কাশ্মীরে হত্যাকারী জঙ্গিদের খোঁজে অল আউট অ্যাকশনে সেনা।  থমথমে পহেলগাঁও। কাশ্মীরের উপত্য়কাতেই কোথাও লুকিয়ে জঙ্গিরা? নাকি পাক অধিকৃত কাশ্মীরে পালিয়ে গিয়েছে তারা? উপত্যকাজুড়ে তল্লাশি। ড্রোন নজরদারি। সীমান্তের গ্রামগুলিতে হাইএলার্ট।  জঙ্গিদের সেফ প্যাসেজ দেওয়ার নির্দিষ্ট পরিকল্পনা? বারামুলা, অখনুর সেক্টরে টানা পাঁচদিন ধরে গুলি চালাচ্ছে পাকিস্তান। জবাব দিচ্ছে ভারতও। ভারতীয় প্রত্যাঘাতের আশঙ্কায় পাকিস্তান। এয়ার স্ট্রাইকের ভয়ে ইসলামাবাদ-লাহৌর আকাশসীমায় বিমান চলাচল কাল পর্যন্ত নিষিদ্ধ!

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola