Kashmir News: মোছেনি জঙ্গি হামলার ক্ষত, পহেলগাঁওয়ে ফিরছেন পর্যটকরা

ABP Ananda Live: হাতে না মেরে পাকিস্তানকে ভাতে মারার কৌশল ভারতের পাকিস্তানকে দেওয়া ঋণ নিয়ে IMF-কে নতুন করে চিন্তাভাবনার অনুরোধ ভারতের, খবর সংবাদসংস্থা রয়টার্সের । গত বছর IMF পাকিস্তানকে আর্থিক হাল ফেরাতে ৭ বিলিয়ন ডলার ঋণ দিয়েছিল । চলতি বছরে মার্চে পাকিস্তানকে আরও ১.৩ বিলিয়ন ঋণ দিয়েছে IMF । পহেলগাঁওতে গণহত্যার পর ইতিমধ্যেই হামলাকারীদের ২ জনকে পাক নাগরিক বলে চিহ্নিত করেছে ভারত । IMF-এর কাছে পাক ঋণ নিয়ে উদ্বেগপ্রকাশ করে ঘুরপথে ইসলামাবাদের উপর চাপ বাড়াল ভারত। পাক অধিকৃত কাশ্মীরে আরও ৪২টি জঙ্গি লঞ্চ প্যাডের হদিশ। পাক সেনা চৌকির কাছে থাকা লঞ্চ প্যাডে লুকিয়ে শতাধিক জঙ্গি, খবর সূত্রের। ভারতের বিরুদ্ধে সন্ত্রাসে মদত জোগাচ্ছে পাকিস্তান! টানা ৯ দিন সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের । গুলি চালানোর আড়ালে জঙ্গিদের ভারতে ঢোকার সুযোগ করে দিচ্ছে পাক সেনা?পাক অধিকৃত কাশ্মীরে পাক সেনা চৌকির কাছেই এবার তৈরি লঞ্চ প্যাড। দক্ষিণ পিরপঞ্জলে উরি, বারামুলা, কেরান, কুপওয়াড়া সেক্টরের কাছে তৈরি ৩২টি জঙ্গি ঘাঁটি, খবর সূত্রের। উত্তর পিরপঞ্জলেও তৈরি করা হয়েছে জঙ্গি ঘাঁটি, খবর সূত্রের। পুঞ্চ-রাজৌরি, হামিরপুর, নৌসেরা, আখনুর সেক্টর তৈরি করা হয়েছে ১০টি জঙ্গি ঘাঁটি। এই লঞ্চ প্যাডে একসঙ্গে ১১০-১৩০ জন জঙ্গিকে রাখা হয়, খবর সূত্রের। ২০১৬ সালে সার্জিক্যাল স্ট্রাইকের সময় এই লঞ্চ প্যাডগুলি গুঁড়িয়ে দিয়েছিল সেনাবাহিনীর প্যারা SF কমান্ডোরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola