
Giriraj Singh: 'আতঙ্কবাদী যেখানেই থাকুক খুঁজে বের করব', বললেন গিরিরাজ সিংহ
ABP Ananda Live: পহেলগাঁওয়ের প্রত্যাঘাতের পথে ভারত, ভয় ছড়াল পাকিস্তানে। ভারতের বদলার হুঙ্কার, পরিবারকে বিদেশে পাঠালেন পাক সেনাপ্রধান: সূত্র। পরিবারকে ইংল্যান্ড, আমেরিকা পাঠালেন একাধিক পাক সেনা কর্তাও । ব্যক্তিগত বিমানে পাঠানো হয়েছে ইংল্যান্ড, আমেরিকায়: সূত্র।
হেলগাঁওয়ে নিরীহ হিন্দু পর্যটক নিধন, প্রত্যাঘাতের পথে ভারত
পহেলগাঁওয়ে নিরীহ হিন্দু পর্যটক নিধন, প্রত্যাঘাতের পথে ভারত। প্রধানমন্ত্রীর হুঙ্কারের পরেই প্রত্যাঘাত, বিস্ফোরণে উড়ল জঙ্গিদের বাড়ি। পুলওয়ামা: ত্রালে বিস্ফোরণে উঠল লস্কর জঙ্গি আসিফ শেখের বাড়ি। অনন্তনাগ: বিস্ফোরণে গুঁড়িয়ে গেল লস্কর জঙ্গি আদিল গুড়ির বাড়ি। বান্দিপোরা: সেনার সঙ্গে গুলির লড়াইয়ে লস্কর-ই-তৈবার জঙ্গি নিকেশ। জয়পুর: থর মরুভূমিতে পাক সীমান্তের কাছে সপ্তশক্তি কামানের মহড়া। আম্বালা, হাসিমারা: রাফাল, সুখোইয়ের 'আক্রমণ' মহড়া । INS সুরাত থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা, সমুদ্রে নামল INS বিক্রান্ত।